শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ প্রায় ২৯ দিন ধরে আন্দোলন চালিয়ে অবশেষে দাবি পূরণ।কাজে ফিরলেন বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা।
বকেয়া বেতনের দাবি সহ একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা।শিলিগুড়ির বিএসএনএল দপ্তর সহ জেনারেল ম্যানেজারের দপ্তরের গেট বন্ধ করে টানা কর্মবিরতির জেরে কাজ বন্ধ হয়ে যায়।তার প্রভাব পড়ে পুরনিগমের টক টু মেয়র অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায়।
টানা ২৯ দিন আন্দোলন করার পর মঙ্গলবার অস্থায়ী কর্মীদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়।এরপরই এদিন বিএসএনএল দপ্তরের গেট খুলে দেন আন্দোলনকারীরা।দাবি পূরণে হওয়ায় মিষ্টি মুখও করেন তারা।
এদিন আন্দোলনকারী অশোক দাস বলেন, আমাদের যে সমস্ত দাবি ছিল তারা মেনে নিয়েছে।আজ থেকে আমরা কর্মবিরতি প্রত্যাহার করলাম।