শিলিগুড়ি, ১৩ মেঃ কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী কংগ্রেস।শনিবার শিলিগুড়িতে বিজয় মিছিল করলো দার্জিলিং জেলা কংগ্রেসে কমিটি।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির হাসমি চক থেকে বিজয় মিছিল বের করেন কংগ্রেস কর্মী সমর্থকেরা।মিছিলটি শহরের মূল রাস্তা পরিক্রমা করে।আনন্দে উল্লাসে মেতে উঠেন কর্মীরা।মিছিল শুরু হওয়ার আগে ঢাকঢোল বাজিয়ে মিষ্টিমুখ, আতশবাজি ফাটিয়ে আবির খেলায় মাতেন তারা।পাশাপাশি কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের জন্য কর্নাটকবাসীকে অভিনন্দন জানান।
এদিন দার্জিলিং জেলা কংগ্রেসে কমিটির সভাপতি শঙ্কর মালাকার বলেন, কর্ণাটকের পর যতগুলো রাজ্যে নির্বাচন হবে প্রত্যেক রাজ্যে কংগ্রেস জয়ী হবে।বহুদিন পর একটা বড় রাজ্যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।তাঁর জন্য দলের কর্মীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠেছে।