জলপাইগুড়ি, ১৬ জুনঃ প্রবল বৃষ্টিতে বেড়ে গেছে জলপাইগুড়ির করলা নদীর জল। আর এই করলা নদীর জল ঢুকে প্লাবিত হল জলপাইগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের পরেশমিত্র কলোনি।
জানা গিয়েছে, ওই এলাকার প্রায় সমস্ত ঘরেই ঢুকেছে নদীর জল।হাঁটুর ওপরে জল দাঁড়িয়েছে এলাকায়।এই পরিস্থিতিতে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র খাটের ওপর তুলে বসে আছেন বহু পরিবার।
বাসিন্দারা জানান, আজ ভোর থেকে নদীর জল এলাকায় ঢুকতে শুরু করে।এদিকে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিছু শুকনো খাবার দেওয়া হবে বলে যানিয়েছেন প্রাশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো।