করণদিঘী, ২১ মেঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর বিধায়ক গৌতম পালের উদ্যোগে তৈরি হয়েছে সেফ হোম।করণদিঘী ব্লকের মডেল স্কুলে আজ সেই সেফ হোমের উদ্বোধন করা হল।
ফিতে কেটে সেফ হোমের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার,করণদিঘীর বিধায়ক গৌতম পাল সহ বিশিষ্ট জনেরা।
জানা গিয়েছে, এই সেফ হোমে ১০০টি বেড রয়েছে।সেফ হোমে রোগীদের সুচিকিৎসা সহ তিন বেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা থাকছে।পাশাপাশি রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেতাকে স্থানান্তর করার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকছে।স্থানীয় বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।