রাজগঞ্জ, ২৫ এপ্রিলঃ রাজগঞ্জের আমবাড়ি এলাকায় করতোয়া নদীর গ্রাসে চা বাগানের জমি।গত কয়েক বছরে কয়েক বিঘা জমি নদীর গ্রাসে চলে গিয়েছে।নদী ভাঙনের জেরে শুধু চা বাগান মালিকরাই ক্ষতিগ্রস্ত নয়, কাজ হারানোর আশঙ্কা করছেন শ্রমিকরা।
রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির ৯ নম্বর কলোনির চা বাগানের মালিক বিশ্বজিৎ দাস বলেন, চা বাগানের প্রায় তিন বিঘা জমি করতোয়া নদীর গ্রাসে চলে গিয়েছে।অন্য চা বাগানগুলির একই অবস্থা।গত কয়েক বছরে এলাকার মানুষের প্রায় ১০ বিঘা জমি নদীর ভাঙনে বিলীন হয়েছে।এতে শুধু চাষীদের ক্ষতি নয়, শ্রমিকদের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে নদীর ভাঙন রোধ করা না হলে আরও চাষযোগ্য জমি নদীর গ্রাসে হারিয়ে যাবে।
চা বাগানের শ্রমিকরা বলেন, প্রতিবছর বর্ষাকালে চা বাগানের জমি নদীতে হারিয়ে যাচ্ছে।এভাবে চলতে থাকলে আগামীতে আমাদেরও কাজ থাকবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছি।
রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য গীতা রায় বলেন, স্থানীয় বাসিন্দারা নদী ভাঙ্গনের কথা জানিয়েছেন।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।