শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনী এলাকায় নিজেদের সীমানা নির্ধারন করতে প্রাচীর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলদপ্তর।এরফলে সমস্যায় পড়বেন এলাকার বাসিন্দারা।এই সমস্যার সমাধান চেয়ে ‘টক টু মেয়রে’ ফোন করেছিলেন বাসিন্দারা।এরপরই সোমবার সকালে এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
এদিন ৪ নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে কাশ্মীর কলোনি এলাকায় পৌঁছান মেয়র।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।
এরপর মেয়র গৌতম দেব বলেন, রেলদপ্তর তাদের জায়গায় সীমানা প্রাচীর দিচ্ছে সেটা তাদের দপ্তরের বিষয়।তবে এই সীমানা প্রাচীরের জেরে সমস্যায় পরতে হবে স্থানীয় বাসিন্দাদের।দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে রেলের সঙ্গে বৈঠক করা হবে।আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।