জলপাইগুড়ি, ২৪ মেঃ গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাম্বানে টানেলের কাজ করতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু ধূপগুড়ির ৫ শ্রমিকের।মঙ্গলবার সকালে ২ শ্রমিক গৌতম রায় ও যাদব রায়ের মৃতদেহ পৌঁছায় বাড়িতে।দেহ গ্রামে পৌছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।শোকস্তব্ধ গোটা গ্রাম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাম্বানে টানেলে ধসে পড়ায় চাপা পড়েন দশ জন শ্রমিক।১০ জন শ্রমিকের মধ্যে ৫ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েত এলাকার তিনজন ও মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দুইজন শ্রমিক।গত রবিবার পাঁচজনের দেহ বিমানে এইরাজ্যে আসার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে রওনা দেন পরিবারের সদস্যরা।
অবশেষে মঙ্গলবার সকালে মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই যুবক গৌতম রায় ও যাদব রায়ের দেহ গ্রামে এসে পৌঁছয়।দেহ গ্রামে পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।