শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ বেআইনিভাবে গাছ কেটে কাঠ বিক্রির অভিযোগ শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের উত্তর শান্তিনগর এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। শুক্রবার সকালে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, এলাকার একটি জমির মালিকের হদিস না মেলায় স্থানীয় পঞ্চায়েত সদস্যা জমিতে থাকা বেশকিছু গাছ কেটে বিক্রি করেছেন।ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী।খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ি পুলিশ এবং ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের।বনকর্মীরা পৌঁছে কাঠগুলি বাজেয়াপ্ত করে।
এই বিষয়ে পঞ্চায়ত সদস্যা মিঠু সরকার বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ঝড়ে বেশকিছু গাছ পড়ে যায়। দীর্ঘদিন ধরে সেই গাছগুলো জমিতে ফেলে রাখা ছিল।দুবছর ধরে মালিকের খোঁজ খবর না মেলায় ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ি এবং শ্রমিকদের টাকা দিতেই কাঠ গুলি বিক্রি করার কথা বলেছি।এই টাকায় সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিন ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, আপাতত গাছের গুড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।গাছ কেটে বিক্রি করার কোন অনুমতিপত্র নেই।বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে।