ফাঁসিদেওয়া, ২২ আগস্টঃ সিমেন্ট ও ধানের তুষের বস্তার আড়ালে সেগুন কাঠ পাচারের ছক বানচাল করল ঘোষপুকুর বনদপ্তর।গ্রেফতার ৫ জন কাঠ পাচারকারী।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে একটি লরি আটক করে বনকর্মীরা।সেই লরিতে সিমেন্ট ও ধানের তুষের বস্তার আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় দেড় কোটি টাকার সেগুন কাঠ।ঘটনায় প্রথমে লরির চালক ও সহ চালককে গ্রেফতার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে ফের নাকা চেকিং করে একটি বিলাসবহুল গাড়ি সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
বনদপ্তর সূত্রে খবর, অসম থেকে নাগপুরে সেগুন কাঠ পাচার করা হচ্ছিল।ধৃতদের মধ্যে ২ জন হরিয়ানার বাসিন্দা এবং বাকিরা অসমের বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

