রাজগঞ্জ, ১২ মার্চঃ লরিতে বাঁশের আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা। পাচারের আগে ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার ৩।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার সকালে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকৌড়ি এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে একটি বাঁশ বোঝাই লরি আটক করা হয়।সেই লরিতে বাঁশের আড়ালে বার্মা টিক কাঠ পাচার করা হচ্ছিল।তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করে বনকর্মীরা।ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।ধৃতরা হল প্রেম সিং ,চাহাজুল ইসলাম ও ইমরান। তাদের মধ্যে চাহাজুল অসম ও বাকি দুজন উত্তর প্রদেশের বাসিন্দা।
বনদপ্তর সূত্রে খবর, গোয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বার্মাটিক কাঠ গুলি। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

