শিলিগুড়ির কাওয়াখালিতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ যুবকের

শিলিগুড়ি, ১ এপ্রিলঃ সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন কাওয়াখালি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।মৃতদের নাম সুজয় বিশ্বাস ও শুভদীপ মন্ডল।ফাঁসিদেওয়ার জ্যোতিনগর এলাকার বাসিন্দা


জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নতুন গাড়ি নিয়ে শিলিগুড়িতে সবজি বিক্রি করতে গিয়েছিলেন তারা।সবজি বিক্রি শেষ করে বাড়ি ফেরার পথে কাওয়াখালিতে তাদের অটোর মুখোমুখি সংঘর্ষ হয় কনটেনারের।সজোরে ধাক্কায় মুহূর্তের মধ্যে ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তার উপর ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাওয়াখালি ট্রাফিক আউটপোস্ট ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাঁড়ির পুলিশ।ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকেও মৃত বলে ঘোষণা করে।


মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ফাঁসিদেওয়ার জ্যোতিনগর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *