কাওয়াখালিতে জনসভায় কি বললেন প্রধানমন্ত্রী, দেখে নিন একনজরে

শিলিগুড়ি,১০ এপ্রিলঃ শনিবার শিলিগুড়ির কাওয়াখালিতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা সহ এই দুই জেলার লোকসভা কেন্দ্রের সাংসদ ও রাজ্য-কেন্দ্রীয় নেতৃত্বরা।এদিন মঞ্চে উঠে প্রথমেই জনসাধারণের উদ্দেশ্যে সম্বোধন করে বাংলা ভাষায় প্রধানমন্ত্রী বলেন, ‘ নমস্কার উত্তরবঙ্গ।কেমন আছেন আপনারা?’  


একনজরে দেখে নেব এদিনের জনসভায় কি বললেন প্রধানমন্ত্রী।

  • উত্তরবঙ্গ বুঝিয়ে দিচ্ছে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।
  • আমার সৌভাগ্য আমি আবার উত্তরবঙ্গে আসতে পেরেছি।উত্তরবঙ্গ আমাকে অনেক ভালবাসা ও আশীর্বাদ দিয়েছে।
  • বিজেপি ক্ষমতায় এলে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক উন্নয়ন করবে।আমরা আপনাদের সঙ্গে আছি, থাকব।
  • সিন্ডিকেট মুক্ত বাংলা, কাটমানি মুক্ত বাংলা হবে।
  • নতুন বছরে নতুন বাংলা গড়ব।
  • প্রথম তৃতীয় দফার নির্বাচনে বিজেপির পক্ষে ‘বাম্পার’ ভোটদান হয়েছে।
  • কেন্দ্রীয় সরকার বাংলার জন্য অনেক প্রকল্প করেছে।কিন্তু দিদির লোক তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দেননি।
  • বিজেপি ক্ষমতায় এলে চা বাগানের সঙ্গে যুক্ত শ্রমিকরা সমস্ত রকমের সুবিধা পাবেন।
  • দিদি ভয় পেয়েছেন।যার জন্য তিনি এখন সভা থেকে বলছেন কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরতে হবে।কীভাবে ছাপ্পা ভোট দিতে হবে।এসব করে কিছু হবে না।
  • আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি।সেখানে বাংলার পর্যটনমন্ত্রী ক্যামেরার সামনে মানুষকে ভয় দেখাচ্ছে।
  • আজকের কোচবিহারের ঘটনা খুবই দুঃখজনক।
  • দিদি এবং তৃণমূলের গুন্ডামি আর চলবে না।
  • বাংলায় এবার আসল পরিবর্তন আসবে।
  • দিদি বাংলা আপনার জমিদারি নয়।বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন, আপনাকে যেতেই হবে।
  • চারদিকে শুধু মানুষ দেখতে পাচ্ছি। এই জায়গা খুব ছোট মনে হচ্ছে। যারা এই রোদও দাঁড়িয়ে রয়েছেন তাঁদের কষ্ট বিফলে যাবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *