শিলিগুড়ি,৭ সেপ্টেম্বরঃ কায়াকল্প প্রকল্প এবং পরিবেশ বান্ধব বিভাগে রাজ্যের সমস্ত হাসপাতালকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ি জেলা হাসপাতাল।মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে ফলাফলের তালিকা ঘোষণা করা হয়।ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, কায়াকল্প প্রকল্পের অধীন রোগী পরিষেবা, নিরাপত্তা, পরিস্কার – পরিচ্ছন্নতা, বায়ো মেডিকেল ওয়েস্ট, প্রশাসনিক কার্যকলাপ মিলিয়ে মোট আটটি বিভাগে প্রথম হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। কায়াকল্প প্রকল্পে প্রথম হওয়ায় ২৫ লক্ষ ও পরিবেশ বান্ধব হাসপাতাল হিসেবে ৫ লক্ষ টাকা পুরস্কার হিসেবে পাবে হাসপাতাল।সেই টাকা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ও উন্নত রোগী পরিষেবার কাজে ব্যবহার করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে।
এই বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন, আমরা খুব উচ্ছ্বসিত এই ফলাফলে। এই ফলাফলের কৃতিত্ব শুধুমাত্র কর্মীদের জন্য হয়েছে।এই নিয়ে তৃতীয়বার সেরা পুরস্কার পেল এই হাসপাতাল।পুরস্কারের টাকা দিয়ে রোগীদের জন্য উন্নত পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছি।