আলিপুরদুয়ার,৩ এপ্রিলঃ আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বনবস্তি এলাকা জীবাণুমুক্ত করল বনদপ্তর।পাশাপাশি এদিন বনদপ্তরের তরফে এলাকার বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বহু বনবস্তি রয়েছে।সেইসব বনবস্তি এলাকায় দোকানপাট নেই বললেই চলে।অন্যদিকে লক ডাউনের জেরে হাট বাজারও প্রায় বন্ধ।যার জেরে সমস্যায় পড়েছেন বনবস্তি এলাকার বাসিন্দারা।বিষয়টি মাথায় রেখে বনবস্তি এলাকার বাসিন্দাদের পাশে দাড়ালো বনদপ্তরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জ এবং কালচিনি এলাকার কিছু যুবক।
শুক্রবার কালচিনি ব্লকের পুরাতন দলবদল বস্তি এলাকায় খাদ্যসামগ্ৰী প্রদান করা হয়।এছাড়া এদিন বনদপ্তরের পক্ষ থেকে বনবস্তি এলাকা স্যানিটাইজ করা হয় এবং তাদের করোনা বিষয়ে সচেতন করা হয়। উপস্তিত ছিলেন হ্যামিল্টণগঞ্জ রেঞ্জার অমলেন্দু মাঝি।