শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি।মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন কেপিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবিতে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।শুধুমাত্র আশ্বাস দিয়েই সরকার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন কেপিপির সদস্যরা।এই কারনে কেন্দ্রের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নিয়েছে কেপিপি।
জানা গিয়েছে, আগামী ২২ নভেম্বর কোচবিহার থেকে এই আন্দোলন শুরু হবে। এরপর উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিল করা হবে।দীর্ঘদিনের বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে গণ আন্দোলনের ডাক দিয়েছেন কেপিপি’র সদস্যরা।
