শিলিগুড়ি,৭ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে শিক্ষাক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তাকে সাধুবাদ জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাশাপাশি তাদের দাবি রয়েছে ‘The new education Policy 2019’ শীঘ্রই গোটা দেশে লাগু করা হোক।
এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এবিভিপি উত্তরবঙ্গের সভাপতি বিরাজ বিশ্বাস জানান, কেন্দ্রের কাছে তাদের আরও দাবি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো ঠিক করা হোক যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তারা সামঞ্জস্য বজায় রাখতে পারে। রাজ্য সরকারেও কাছে দাবি জানান উত্তরবঙ্গে এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের।