শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম নির্বাচন শান্তিপূর্ণভাবে করাতে কেন্দ্রীয় বাহীনির দাবি জানিয়ে আসছে বিজেপি।বুধবার মাল্লাগুড়িতে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে শিলিগুড়িতে ভোট হোক এই দাবী জানালেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মন।
এদিন আনন্দময় বর্মন বলেন, কলকাতা পুরভোটে অশান্তি ছড়িয়ে ভোট লুট করা হয়েছে।এই পরিস্থিতি শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে যাতে না হয়, এই কারণে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে।এদিকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।নির্বাচন প্রচার নিয়েও গাউডলাইন দেওয়া হয়েছে।তবে তৃণমূল কংগ্রেস নির্দেশ অমান্য করে নির্বাচনী প্রচার চালাচ্ছে।
এদিকে বিধায়ক শঙ্কর ঘোষ নতুন শহর তৈরি করতে যুব প্রার্থীদের নির্বাচিত করার জন্য জনগণের কাছে আবেদন জানান।তিনি বলেন, ভবিষ্যতের নেতাদের সুযোগ দিতে হবে যাতে শহরের উন্নয়ন হয়।