শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
গতকাল খড়িবাড়ির ১০ বছরের নির্যাতিতা আদিবাসী নাবালিকাকে দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।সেখানে ‘মেডিক্যাল কলেজের থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা পশু চিকিৎসালয়ে রয়েছে’ এমনটাই মন্তব্য করেন তিনি।তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল নয়,রাজ্যের সব হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো খুব উন্নত।এই রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পান।অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে এসে চিকিৎসা নেন।কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী উত্তরবঙ্গের পর্যটনের উন্নয়নে কোনো পদক্ষেপ না নিয়ে এখানে সংকীর্ণ রাজনীতি করতে এসেছেন।এটা কাম্য নয়’।