কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মেডিক্যালে বিক্ষোভ

শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল দার্জিলিং জেলা রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার কর্মীরা।এদিনের অবস্থান বিক্ষোভে সামিল হন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।


প্রসঙ্গত, খড়িবাড়ির নির্যাতিতা নাবালিকার সঙ্গে দেখা করতে মেডিক্যালে যান কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।সেইসময় তিনি মন্তব্য করেন ‘মেডিক্যাল কলেজের থেকে ভালো চিকিৎসাব্যবস্থা পশু চিকিৎসালয়ে রয়েছে’।

তার এই মন্তব্যের বিরোধীতা করে বিক্ষোভ করে দার্জিলিং জেলা রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার কর্মীরা।এদিন সমস্ত সরকারি কর্মীরা এক ঘন্টা পেনডাউন রাখার পাশাপাশি এক ঘন্টার অবস্থান বিক্ষোভে সামিল হন।এরফলে যাতে কোন অসুবিধা না হয় সে দিকেও খেয়াল রাখেন তারা।


রঞ্জন সরকার বলেন, ‘উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ উত্তরবঙ্গের গর্ব।সেই মেডিক্যাল কলেজকে পরিযায়ী সাংসদ ও পরিযায়ী কেন্দ্রীয় মন্ত্রী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীরা সমবেদনা না জানিয়ে যেভাবে কুরুচির মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য।অবিলম্বে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে তিনি দাবী করেন’।

অন্যদিকে, তৃণমূলের এই অবস্থান বিক্ষোভকে নাটক বলে আক্ষা দেন শিলিগুড়ি সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন।তিনি বলেন, ‘রাজ্যজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।একই রকম অবস্থা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।চরম অব্যবস্থা দেখেই কেন্দ্রীয় মন্ত্রী এই মন্তব্য করেছেন।তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই তারা নাটক করছে।২১শে বিধানসভা নির্বাচনে তাদের এই নাটক আর কাজ করবে না’।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş