শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জীবনবিমা সংস্থা এলআইসি’কে শেয়ার বাজারে নথিভুক্ত করে ১০ থেকে ১৫ শতাংশ শেয়ার আইপিও এর মাধ্যমে বিক্রির কথা ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামল বিভাগীয় বিমা কর্মচারী সমিতি।
সংগঠনের তরফে জানানো হয়েছে দীর্ঘ ৬৪ বছর ধরে এই সংস্থা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।আইপিও চালু হলে তাদের সংস্থা দুর্বল হয়ে পড়বে।
বিভাগীয় বিমা কর্মচারী সমিতির তরফে রজত রায় জানান, কেন্দ্রীয় সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন।তাদের দাবী, শীঘ্রই এই আইপিও এর সিদ্ধান্ত বদল করা হোক।