আপাতত কেন্দ্রকে কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।আজ কৃষি আইন নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে।শুনানিতে কেন্দ্র সাফ জানিয়ে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের উচিত কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়া। আর কেন্দ্রীয় সরকার সেটি যদি না করে, তাহলে সেই পদক্ষেপ করবে আদালতই।
এছাড়াও শীর্ষ আদালতের তরফে জানানো হয়, ‘আমরা কমিটি তৈরি করছি। সমাধান না পাওয়া পর্যন্ত আইন কার্যকর করবেন না’।সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘আন্দোলন করতে গিয়ে লোক মারা পড়ছে, এর জন্য কমিটি গড়া উচিত।’