খড়িবাড়ি,৩০ নভেম্বরঃ জ্বালানি কাঠ আনতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন উওর রামধন জোত লাগোয়া টুকরিয়া ঝাড় বনাঞ্চলে। মৃত মহিলার নাম গৌরি অধিকারী।তিনি পানিট্যাঙ্কির গৌরসিংজোতের বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জ্বালানি কাঠ নিতে জঙ্গলের ভেতরে ঢোকে কয়েকজন মহিলা।সেখানে হাতির মুখে পড়েন তারা।বাকিরা পালাতে সক্ষম হলেও হাতির সামনে পড়েন গৌরি অধিকারী।হাতির হানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়া ঝাড় বনাঞ্চলের রেঞ্জার সহ বনকর্মীরা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্ম্যাধক্ষ কিশোরী মোহন সিংহ ও গৌরসিংজোতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়।মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।