খড়িবাড়ি,৫ ডিসেম্বরঃ ভারত নেপাল সীমান্তে ফের মাদক সহ গ্রেফতার একজন।ধৃতের নাম খগেন রায়। ধৃত গৌড়সিংজোতের বাসিন্দা।
গোপনসূত্রের খবরের ভিত্তিতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির গৌড়সিংজোত এলাকায় অভিযান চালিয়ে ১০১ গ্রাম ব্রাউন সুগার ও ১২ বোতল কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ ।ঘটনায় গ্রেফতার করা হয় খগেন রায়কে।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।