বাগডোগরা,৩০ এপ্রিলঃ চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে বাগডোগরার টাইপু চা বাগানের সঙ্গতরাম জোতের বাসিন্দাদের।সম্প্রতি ওই এলাকায় একটি গাছের মগডালে চিতাবাঘের ছবি ক্যামেরাবন্দি হতেই আতঙ্ক ছড়িয়েছে বাগানে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগডোগরা বনদফতরের এলিফ্যান্ট স্কোয়াড। ইতিমধ্যেই এলাকার মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে বনদফতরের তরফে।পাশাপাশি চা শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে বাগডোগরা বনদফতরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান।