অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের মেনুতে নেই ডিম, সবজি-বিক্ষোভ গ্রামবাসীদের

রাজগঞ্জ, ১৬ জুলাইঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের মেনুতে নেই ডিম, সবজি।এই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘর বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা গ্রামের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।  


গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের ঠিক মত খাবার দেওয়া হচ্ছে না। কখনো খিচুড়ি দেওয়া হয় তো কখনো সবজি নেই। আবার যখন সবজি থাকে তখন ডিম নেই।কোনো কোনোদিন এমন হয় যে একটা ডিম দুজনকে ভাগ করে দেওয়া হয়।

মঙ্গলবারও অন্তঃসত্ত্বা মহিলারা এবং শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে দেখে খাবারের মেনুতে রয়েছে শুধুই খিচুড়ি।নেই কোনো সবজি বা ডিম।এরপরই অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘরে আটকে দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজগঞ্জ থানা ও বেলাকোবা ফাঁড়ির পুলিশ।পুলিশ পৌঁছে গ্রামবাসী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।


এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, প্রায় কয়েক মাস থেকে ডিম এবং সবজির বিল সরকারের পক্ষ থেকে বন্ধ রয়েছে।আমরা বকেয়া বিল পাচ্ছি না।রাজ্য জুড়ে ডিম এবং সবজি দেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই নিয়ে সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা মিলে স্মারকলিপি দিয়েছি।যেদিন থেকে সরকারের তরফে ডিম এবং সবজির বিল আমাদের দেওয়া হবে সেদিন থেকে ফের সেই সমস্ত খাবার দেওয়া পুনরায় চালু করা হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL