শিলিগুড়ি, ১৩ মেঃ করোনা মোকাবিলায় লকডাউনের জেরে কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। বাগডোগরা তরুণ সংঘ ক্লাব প্রায় ৩৫ দিন ধরে গরীব-অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে আসছে।
জানা গিয়েছে, লকডাউনের পর বাগডোগরা তরুণ সংঘ ক্লাব পুটিমারি সংলগ্ন বেশকিছু এলাকা ঘুরে ঘুরে ৩১৫ টি গরীব পরিবারকে চিহ্নিত করে। এরপর সেই পরিবার গুলির ১৩০০ সদস্যদের দুবেলা খাবারের ব্যবস্থা করেন তারা। প্রতিদিনই আলাদা আলাদা খাবার দেওয়া হয়।
ক্লাবের সদস্য রাজীব দাস বলেন, লকডাউনে ক্লাবের তরফে গরীব মানুষদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আগামীতেও তারা এই কাজ করবেন। এই সময়ে কেউ যাতে অভুক্ত না থাকে এই কারণেই তাদের এই উদ্যোগ।