খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালালো দাঁতাল হাতি

জলপাইগুড়ি,১২ মার্চঃ গভীর রাতে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালালো দাঁতাল হাতি।জলপাইগুড়ির সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া গ্রামের ঘটনা।


জানা গিয়েছে,এলাকার চারটি বাড়ি ও একটি দোকান ঘর গুঁড়িয়ে দিয়েছে দাঁতাল হাতিটি।এদিকে একটি ঘর ভাঙতে গিয়ে সামান্য আহতও হয় হাতিটি।

অন্যদিকে হাতির হামলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।তাদের দাবি শীঘ্রই তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom