নাগরাকাটা, ১৫ আগস্টঃ শনিবার ভোরে নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ।
জানা গিয়েছে, গত ১ মাস ধরে এই চিতাবাঘটি এলাকায় দাপিয়ে বেড়ায়।এলাকায় অনেকের গরু ও ছাগল খেয়ে ফেলে চিতাবাঘটি। এরপরই চা বাগানের ১৪ নম্বর সেকশনে বনদপ্তরের তরফে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়।
শনিবার ভোরে চিতাবাঘটি খাঁচাবন্দী হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা।এদিকে চিতাবাঘ দেখতে উৎসুক মানুষের ভীড় জমে।চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।