খড়িবাড়ি, ৪ এপ্রিলঃ ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে অবস্থিত একটি ইমপোর্ট-এক্সপোর্ট এজেন্ট কোম্পানির তরফে গরীব মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হল।
কোম্পানির প্রতিষ্ঠাতা মৃত্যুঞ্জয় রায় বলেন, লকডাউনের জেরে পানিট্যাঙ্কি, প্রসাদুজোত, চরণজোত, গৌরজোত এবং রামধনজোত এলাকার মানুষদের খাদ্য সংকটের খবর পান তিনি।
এরপরই আজ ৫০০এর বেশী পরিবারকে চাল, আলু ও অন্যান্য সবজি বিতরণ করা হল। এছাড়াও এদিন এলাকার বাসিন্দাদের করোনা নিয়ে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়।