রায়গঞ্জ,১ এপ্রিলঃ লকডাউনের জেরে ঘর থেকে বের হতে পারছেন না সাধারন মানুষ।এই অবস্থায় একপ্রকার অনাহারে দিন কাটছে দিনমজুর গরীব এবং দুঃস্থ মানুষেরা।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সেইসব দুঃস্থ মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার দলের কর্মী থেকে জনপ্রতিনিধিরা।
রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মহিলা তৃনমূল কংগ্রেসের রায়গঞ্জ শহর সভাপতি চৈতালী ঘোষ সাহা এলাকার দুঃস্থ গরীব এবং দিনমজুর মানুষদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু, সোয়াবিন ও হাত ধোওয়ার জন্য একটি করে সাবান।
তৃনমূল নেত্রী চৈতালী ঘোষ সাহা জানান, লকডাউন পিরিয়ডে ওয়ার্ডের দুঃস্থ মানুষদের হাতে স্বল্প কিছু সামগ্রী তুলে দেওয়া হল।আমি সর্বদা তাদের পাশে আছি এবং থাকবো।পাশাপাশি এলাকার বাসিন্দাদের করোনা নিয়ে সচেতন করা হয়েছে।