শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ করোনার জেরে চলছে দেশজুড়ে লকডাউন।এর ফলে সমস্যায় পড়েছেন বহু দিন আনা-দিন খাওয়া ও গরীব মানুষেরা।এই পরিস্থিতিতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ অনেকেই।
প্রত্যেক ঘণ্টায় শিলিগুড়ির বিভিন্ন জায়গায় গরীব মানুষদের খাবার বিতরণ করছেন বিভিন্ন সংস্থা।আর এই কারণেই রাস্তায় রাস্তায় জমছে ভিড়।একদিকে যেখানে দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সেই খাবার নিতে রীতিমতো ঠেলাঠেলি করছেন মানুষ।
আজও ভেনাস মোড়ে খাদ্যসামগ্রী নিতে মানুষের লম্বা লাইন পড়ে।লাইনে অপেক্ষারত মানুষরা জানান, লকডাউনের জেরে কাজ বন্ধ রয়েছে।বাড়িতে যিনি উপার্জন করেন তিনি বাড়িতেই রয়েছেন।এই কারণে দু-মুঠো খাবারের জন্য তারা এই লম্বা লাইনে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত, পুলিশ প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সংস্থা বা কেউ যদি খাবার দিতে চায় তাহলে সেই খাবার পার্শ্ববর্তী থানায় দিয়ে যেতে হবে।পরবর্তীতে থানার তরফে সেই খাবার বা খাদ্যসামগ্রী অসহায় দরিদ্র মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে।তবে নির্দেশিকা থাকা সত্ত্বেও রাস্তায় রাস্তায় মানুষের লম্বা লাইনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।