শিলিগুড়ি, ২৯ আগস্টঃ শহরজুড়ে বাড়ছে ছিনতাই এর ঘটনা।ছিনতাইয়ের ঘটনা রুখতে এবং শহরে নিরাপত্তা বাড়ানোর দাবিতে আজ বিজেপির ২ নম্বর মন্ডল কমিটির তরফে খালপাড়া ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করা হল।
জানা গিয়েছে, এদিন বিজেপির ২ নম্বর মন্ডল কমিটির তরফে একটি মিছিল করে খালপাড়া ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো হয়।পাশাপাশা স্মারকলিপি প্রদান করা হয়।
এই বিষয়ে বিজেপির ২ নম্বর মন্ডল কমিটির সভাপতি অমিত জৈন বলেন, দিনের পর দিন ছিনতাই এর ঘটনা বাড়ছে।নয়াবাজারের ঘটনার পর থেকে চিন্তিত ব্যবসায়ীরা।ঘটনার পর পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।শহরে একের পর এক ঘটনা ঘটছে।তিনি আরও বলেন, এর আগেও শহরের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছিল।আজ ফের স্মারকলিপি প্রদান করা হল।এরপরও শহরে নজরদারি না বাড়ানো হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কার্যালয়ের সামনে আন্দোলন শুরু করা হবে বলে জানান তিনি।
এদিনের কর্মসূচিতে বিজেপির ২ নম্বর মন্ডল কমিটির সভাপতি অমিত জৈন, সাধারণ সম্পাদক দিলীপ সিং প্যাটেল, বিজয় চৌধুরী, অনিল সিং, শ্যামল সরকার এবং অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।