খড়িবাড়ি, ১৭ আগস্টঃ পারিবারিক বিবাদের জেরে এক মহিলা সহ তিন জনকে খুনের অভিযোগে গ্রেফতার ব্যক্তি।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি থানার অন্তর্গত শচীন্দ্রচন্দ্র চা বাগানের দীপা লাইন এলাকায়।
জানা গিয়েছে, সোমবার রাতে মাহারু ওঁরাও, পেনা ওঁরাও এর ওপর হামলা চালায় মারিয়ানুস।তাদেরকে বাঁচাতে ছুটে আসেন প্রতিবেশী যুবক আলবার্ট মিঞ্জ।মারিয়ানুস তার ওপরও হামলা চালায় বলে অভিযোগ।ঘটনায় ৩ জন গুরুতর জখম হন।এরপর জখম ৩ জনকে উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মাহারু ওঁরাও এবং পেনা ওঁরাওকে মৃত বলে ঘোষনা করে।
অন্যদিকে আলবার্ট মিঞ্জের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।চিকিৎসারত অবস্থায় গভীর রাতে আলবার্ট মিঞ্জের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মারিয়ানুসকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ।অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।