শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ দুলাল সিং হত্যাকান্ডের মামলার ৭ বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি এসিজেএম ফাস্ট ট্র্যাক কোর্ট।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ অক্টোম্বর খড়িবাড়ি এলাকার বাসিন্দা প্রভাত সিং তার প্রতিবেশী দুলাল সিংকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।এরপর ৩১ অক্টোবর মৃতের ভাই বিমল সিং খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।এরপর অভিযুক্ত প্রভাত সিং আদালতে গিয়ে আত্মসমর্পণ করে।সেইসময় প্রায় ৫-৭ মাস জেলে থাকার পর অভিযুক্ত ছাড়া পায়।
এরপর ২০১৫ সালে শিলিগুড়ি এসিজেএম ফাস্ট ট্র্যাক কোর্টে ফের এই হত্যাকান্ডের মামলা শুরু হয়।মামলার সুনানি হল আজ।দুলাল সিং এর হত্যার অভিযোগে অভিযুক্ত প্রভাত সিংকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করে বিচারক সুধীর কুমার।
এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী পীযূষকান্তি ঘোষ বলেন, ২০১৩ সালের হত্যাকান্ডের মামলা শিলিগুড়ি এসিজেএম ফাস্ট ট্রাক কোর্টে আসে।প্রভাত সিংকে দোষী সাব্যস্ত করতে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়।আজ এই মামলার সাজা ঘোষনা করা হল।