খড়িবাড়ি, ২৯ জুনঃ চারদিন ধরে নিখোঁজ খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুষনা মার্ডি।শনিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন ধাকরু মোড়ে ৩২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পরিবার ও স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির এনজেপি এলাকার বাসিন্দা গোপাল হাসদা এর সাথে রেজিস্ট্রি বিয়ে হয় সুষনা মার্ডির।এরপর থেকে দুজন একসঙ্গেই থাকতো।পরিবারের অভিযোগ, সুষনাকে মারধর করতো তার স্বামী গোপাল।২৫ জুন থেকে সুষনা নিখোঁজ।এই বিষয়ে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে গুরুত্ব দেয়নি সে।এরপর পরিবারের সদস্যরা নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ অভিযোগ এবং খড়িবাড়ি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।
যদিও এখন পর্যন্ত সুষনার কোনো খোঁজ নেই।পরিবারের দাবি, সুষনাকে খুন করে মৃতদেহ লুকিয়ে রেখেছে তাঁর স্বামী।এই অভিযোগ তুলে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
এদিকে খড়িবাড়ি পুলিশ সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সুষনার স্বামী গোপাল হাসদাকে আটক করেছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।