খড়িবাড়ি, ২৩ নভেম্বরঃ দীর্ঘ ১০ বছর ধরে ভগ্নপ্রায় কালভার্ট।বিভিন্ন দফতরে জানিয়েও হয়নি সুরহা।অবশেষে সমস্যার সমাধান করল শিলিগুড়ি মহকুমা পরিষদ। খড়িবাড়ির বুড়াগঞ্জের ফুলবাড়ি চা বাগানের চক্করমারি গ্ৰামে তৈরি হচ্ছে নতুন কালভার্ট।
জানা গিয়েছে, বুড়াগঞ্জের ফুলবাড়ি চা বাগানের চক্করমারি গ্ৰামের দুই ধারে বয়ে গিয়েছে হাফলং ও দুধলং নদী।নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গিয়েছিল কালভার্ট।অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে অনগ্ৰসর শ্রেণী কল্যাণ দফতরের অর্থানুকূলে ১৫ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে তৈরি হবে কালভার্ট।এদিন কালভার্টের শিল্যানাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ।
উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ মিশ্র, বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায় সহ অন্যান্যরা।
শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ বলেন, ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হচ্ছিল গ্ৰামবাসীদের।আজ থেকেই কাজ শুরু হচ্ছে।বর্ষার আগেই কালভার্টের কাজ শেষ হবে বলে জানান তিনি।
এদিকে কালভার্টের কাজ শুরু হত্তয়ায় খুশি গ্ৰামবাসীরা।
