শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ খড়িবাড়ির ১০ বছরের নির্যাতিতা আদিবাসী নাবালিকার সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গেলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল এবং দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।এদিন নির্যাতিতার বর্তমান পরিস্থিতি নিয়ে মেডিক্যালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা।
নির্যাতিতার সঙ্গে দেখা করে প্রহ্লাদ সিং প্যাটেল মেডিক্যালের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন।তিনি বলেন, ‘মেডিক্যাল কলেজের থেকে ভালো চিকিৎসাব্যবস্থা পশু চিকিৎসালয়ে রয়েছে।বর্তমান সরকারের অত্যাচার কতটা বেড়েছে এই নাবালিকার ঘটনা থেকেই তা বোঝা যাচ্ছে।নির্যাতিতা যাতে উপযুক্ত ন্যায়বিচায় পায় এর জন্য তার সঙ্গে রয়েছেন তিনি’।
অন্যদিকে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত বলেন, ‘আদিবাসী নাবালিকার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়।এই ঘটনা প্রথম নয় যার সঙ্গে শাসকদলের লোকের নাম জড়িয়ে আছে।পুলিশ প্রশাসন সব সময়ই তৃণমূলের নেতাদের বাঁচানোর চেষ্টা করেন’।
সাংসদ রাজু বিস্ত রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, ‘ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলায় সবথেকে বেশী মহিলাদের ওপর অত্যাচার হয়েছে।২০১৮ সাল পর্যন্ত প্রায় ৬৫ হাজার মহিলা নিখোঁজ হয়েছেন।মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গ ৩ নম্বরে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের ওপরই অত্যাচার বেশী হচ্ছে।বাংলার মানুষ এসব আর সহ্য করবেন না’।