খড়িবাড়ি, ২৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি টাইমসের খবরের জের, খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির মনসাবস্তীর সুকুমার মহন্তের পাশে দাঁড়াল যুব তৃণমূল।
প্রসঙ্গত, নার্ভের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ২ বছর ধরে বিছানায় শর্য্যাশায়ী সুকুমার মহন্ত।অসুস্থ স্বামীকে ফেলে চলে যায় স্ত্রীও।এরপর বৃদ্ধা মায়ের ওপর পড়ে ছেলের চিকিৎসার দায়িত্ব।বৃদ্ধা মা হোটেলে কাজ করে বিভিন্ন জায়গায় ছেলের চিকিৎসা করালেও সুস্থ হয়নি।এরপর অর্থের অভাবে বন্ধ যায় চিকিৎসা।সেই পরিস্থিতিতে সাহায্যের আবেদন জানান পরিবারটি।এই খবর শিলিগুড়ি টাইমসে প্রকাশের পর আজ তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল খড়িবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস।
এদিন খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুকুমার মহন্তকে আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রী ও চিকিৎসার আশ্বাস দেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ।উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না সিংহ রায়, দীগেন সিনহা, কৃষ্ণ রায় সহ অন্যান্যরা।