খড়িবাড়ি, ২২ জানুয়ারিঃ গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতদের নাম রবি বর্মন ও সুশান্ত অধিকারী।কোচবিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচারের আগে খড়িবাড়ির সিঙ্গিয়াজোত এলাকায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১৪ কেজি ২৮৩ গ্রাম গাঁজা।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।