খড়িবাড়ি, ২১ নভেম্বরঃ খাবারের খোঁজে ফের লোকালয়ে হাতি।হাতির তান্ডবে আংশিক ক্ষতিগ্রস্ত ৩ টি বাড়ি।জখম হলেন এক মহিলাও।খড়িবাড়ির বুড়াগঞ্জের কৌরি জোতের ঘটনা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি। খাবারের সন্ধানে তান্ডব চালায় এলাকায়।ঘটনায় ৩টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাতির মুখে পড়ে জখম হন এক মহিলা ।
পরে খাবার নিয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় টুকরিয়াঝাড় রেঞ্জের বনকর্মীরা। গোটা ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
