খড়িবাড়ি, ৪ ডিসেম্বরঃ খড়িবাড়ি থানার অন্তর্গত বুড়াগঞ্জ পঞ্চায়েতের দাওয়ান ভিটায় জংলী হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির।
জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ একটি জংলী হাতি এলাকায় ঢুকে ঈশ্বর সিং এর বাড়িতে হামলা চালায়।সেইসময়ই হাতির হানায় মৃত্যু হয় ঈশ্বর সিং এর।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ এবং বনকর্মীরা।মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
স্থানীয়রা বলেন, প্রায়ই এলাকায় হাতি প্রবেশ করে।এরফলে আতঙ্কিত তারা।এই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের পদক্ষেপ নেওয়ার দাবি জানান বাসিন্দারা।