খড়িবাড়িতে জনসভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

খড়িবাড়ি, ৭ এপ্রিলঃ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দূর্গা মুর্মুর সমর্থনে খড়িবাড়ির হাইস্কুল ময়দানে জনসভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।জনসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, বাংলার মানুষ এবারে পরিবর্তন চান।বিজেপি ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।এদিনের জনসভা থেকে বাংলার মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদনও করেন তিনি।


স্মৃতি ইরানি বলেন, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পগুলিকে চালু করতে দিচ্ছে না রাজ্য সরকার।যে কারনে কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলি থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার সাধারন মানুষ।বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের আসন সংরক্ষণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে রাজবংশী টুরিস্ট সার্কিট তৈরি করা হবে, বালিয়া প্রকল্প শুরু করা হবে, ঘরলক্ষ্মী প্রকল্প, বিনামূল্যে মেয়েদের শিক্ষা, চা বাগানের শ্রমিকদের দৈনিক নুন্যতম মজুরি ৩৫০ টাকা, চা বাগান শ্রমিকদের জমির পাট্টা প্রদান, উত্তরবঙ্গে এইমস হাসপাতাল তৈরি করা হবে।এই সকল সুযোগ সুবিধা বাস্তবায়িত করতে বাংলায় বিজেপির সরকার গঠন জরুরি।


এদিনের জনসভায় বিজেপি প্রার্থী দূর্গা মুর্মু, কিষাণ মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক অরুণ মন্ডল, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, সাধারণ সম্পাদক মনোরঞ্জন মন্ডল, যুব মোর্চার জেলা সভাপতি কাঞ্চন দেবনাথ, ন্যাশনাল কাউন্সিল মেম্বার গণেশ দেবনাথ, কল্যাণ কুমার প্রসাদ, ভোলানাথ সিদ্ধা, অনিল রায়, তরুণ সিংহ, তাপস মাঝি সহ প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *