খড়িবাড়ি, ১৭ মেঃ বৈশাখের শেষে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি।বন্ধ বিদ্যুৎ পরিষেবা। খড়িবাড়ির বাতাসীর পশ্চিম বদরা জোতের ঘটনা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঝড়ের জেরে গাছ ভেঙে ক্ষতিগ্রস্থ হয় এলাকার ৫টি বাড়ি।বিদ্যুৎ বিচ্ছিন হয়ে পড়ে গোটা এলাকা।ঘটনায় হতাহতের কোন খবর নেই।ক্ষতিগ্রস্থ পরিবারগুলি ক্ষতিপূরণের দাবি জানান।
রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েত সদ্যস মিঠুন পলান জানান, পুরো এলাকায় মোট ৫টি বাড়ি ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করবো পরিবারগুলিকে সহোযোগীতা করার।
