খড়িবাড়ি, ২৩ জানুয়ারিঃ খড়িবাড়ি ব্লকের সমস্ত হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হল।
চক্করমারি রাম জন্ম প্রাইমারি স্কুলের শিক্ষক অম্বুজ কুমার রায় বলেন, এদিন বিদ্যার্থীদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে অম্বুজ কুমার রায়, অবধেশ জয়সওয়াল, সন্তোষ সিং, বিদ্যাসাগর মাহাতো, আকবর আলি সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।