খড়িবাড়ি, ৩ মার্চঃ খড়িবাড়ির পানিশালী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত জায়গীর জোত এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে তৈরি হচ্ছে নতুন রাস্তা।তবে রাস্তা তৈরীর এক দিনেই উঠে যাচ্ছে রাস্তার পিচ।ক্ষুব্ধ এলাকাবাসী।
জানা গিয়েছে, জায়গীর জোত থেকে বিহার সীমান্ত পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে প্রায় ৭ লক্ষ ৪৭ হাজার টাকায় তৈরি হচ্ছে পিচের রাস্তা।এদিকে রাস্তা তৈরির একদিনেই উঠে যাচ্ছে সেই পিচ।স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।
বিজেপির খড়িবাড়ি-বুড়াগঞ্জ মন্ডল সভাপতি কল্যাণ কুমার প্রসাদ বলেন, রাজ্য সরকারে মতো শিলিগুড়ি মহকুমা পরিষদ দুর্নীতি করছে।এখানে মাটির রাস্তা ছিল।টাকা আত্মসাৎের জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ্য কিশোরী মোহন সিংহ।তিনি বলেন, নিম্নমানের কাজের অভিযোগ করছেন স্থানীয়রা।মহকুমা পরিষদের ইঞ্জিনিয়ার এসে বিষয়টি খতিয়ে দেখবে।এখানে কোনো টাকা আত্মসাৎের ব্যাপার নেই বলে জানান তিনি।