খড়িবাড়ি, ১৭ জানুয়ারিঃ খড়িবাড়ির রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চার তরফে আজ বাতাসি হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালানো হল।
এদিনের কর্মসূচিতে যুব মোর্চার মন্ডল সভাপতি তাপস মাঝি, সহ সম্পাদক মৃণ্ময় রায়, মিলন সরকার, রাজ বিশ্বাস সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
সহ সম্পাদক মৃণ্ময় রায় বলেন, ‘সেবা সপ্তাহ’ উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হচ্ছে।আজ বাতাসি হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালানো হয়।এর পাশাপাশি বৃক্ষরোপণও করা হয়।