খড়িবাড়ি, ২৫ ডিসেম্বরঃ ফের মাদক পাচার রুখল এসএসবি।খড়িবাড়ির অধিকারী এলাকায় ১০১ গ্ৰাম মরফিন সহ গ্রেফতার ৩ যুবক।ধৃতরা হল শুকদেব সিংহ, কৃষ্ণ দাস ও মহম্মদ সামস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অধিকারী বাজারে একটি মোবাইল দোকানে হানা দেয় এসএসবি’র ৪১ ব্যাটেলিয়ান।৩ যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ১০১ গ্ৰাম মরফিন।
এরপরই ৩ জনকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।