খড়িবাড়ি, ২২ ফেব্রুয়ারিঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও কৃষি আইনের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের খড়িবাড়ি ব্লক কিষাণ ক্ষেত মজদুর কমিটির তরফে ট্রাক্টর মিছিলের আয়োজন করা হল।ট্রাক্টর মিছিল পানিট্যাঙ্কি থেকে শুরু হয়ে খড়িবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
এদিনের মিছিলে কিষাণ ক্ষেত মজদুর কমিটির জেলা সভাপতি ছোটন কিস্কু, মাইনোরিটি সেলের জেলা সভাপতি মহিবুল আলম, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক চেয়ারম্যান বাসুদেব রায়, ব্লক সভাপতি হিরণময় রায়, ব্লক যুব সভাপতি কিশোরী মোহন সিং সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
তৃণমূল যুব কংগ্রেসের ব্লক চেয়ারম্যান বাসুদেব রায় বলেন, পেট্রোল, ডিজেল, রান্ন্যার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে।এর ফলে সমস্যায় সাধারণ মানুষ।এই কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন ১৫০টি ট্রাক্টর নিয়ে মিছিল বের করা হল।