খড়িবাড়ি, ২৪ জুলাইঃ খড়িবাড়ি ব্লকের বাজারুজোত স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন নিতে আসা মহিলারা।
জানা গিয়েছে, বাজারুজোতে উপস্বাস্থ্যকেন্দ্রে আজ ভ্যাকসিন দেওয়া হচ্ছিল।যেখানে প্রায় ২০০ জনকে ভ্যাকসিন দেওয়ার কথা সেখানে প্রচুর মানুষ ভ্যাকসিন নিতে যান।সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মহিলারা।
এই বিষয়ে কৃষ্ণা শর্মা জানান, ভ্যাকসিনের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে।অন্যদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।