কোচবিহার, ৩ মার্চঃ কোচবিহার শ্যামভক্ত মন্ডলের পক্ষ থেকে খাটু শ্যাম পুজোর মধ্য দিয়ে ফাল্গুন উৎসবের আয়োজন করা হল।শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ফাল্গুন উৎসবের সূচনা করা হয়।
এদিন কোচবিহার মহেশ্বরী মন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এই বিষয়ে খাটু শ্যাম ভক্ত মন্ডলের পক্ষ থেকে বিজয় কুমার বাজোরিয়া জানান, প্রতিবছরই খাটু শ্যাম পুজোর মধ্য দিয়ে ফাল্গুন উৎসবের আয়োজন করা হয়।সকালে শোভাযাত্রা বের করা হয়েছে।সন্ধ্যায় বিশেষ পুজো করা হবে।পাশাপাশি দুদিনব্যাপী অনুষ্ঠান চলবে।